শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান জোরদারকরণ প্রকল্পের আওতায় ২১ দিনব্যাপি ক¤িপউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল একাডেমির প্রশিক্ষণ ল্যাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পেয়ার আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোঃ সালা উদ্দিন, ইউপি সচিব ইয়াছিন বেগম, সাবেক ইউপি সদস্য ইউনুছ আলী, সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক দিগেশ পাল, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সৈয়দ আসাদুজ্জামান ও মহসিনা চৌধুরী প্রমূখ। এর আগে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান জোরদারকরণ প্রকল্পের আওতায় ২১ দিনব্যাপি সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।