শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সাহিত্য-সংগঠন “আল-কলম গবেষণা পরিষদ বাংলাদশ” আয়োজিত “মাতৃভাষা চর্চার গুরুত্ব” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, সমাজে চলতে হলে জাগতিক শিক্ষার পাশাপাশি মাতৃভাষাকে গুরুত্ব সহকারে চর্চা করতে হবে। নতুন লেখকদেরকে আরো স্বত:স্ফূর্তভাবে সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে হবে। এজন্য আল-কলমের মতো সাহিত্য সংগঠনের আজ খুব প্রয়োজন। বক্তারা বলেন, এদেশে সূদূর ইয়ামেন থেকে প্রায় ৭০০ বছর আগে শাহজালাল-শাহপরান (রাহ) এসে বাংলা ভাষায়ই মানুষকে শান্তির পথে আহ্বান করেছিলেন। ১৮০০ সালের আগে সকল আইনকানুন বাংলা ভাষায় প্রণীত হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় হল, যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি; প্রাণ দিয়েছি, অফিস-আদালতে আমাদের সেই মাতৃভাষা আজ উপক্ষেতি। বক্তারা আরো বলেন, মাতৃভাষা আমাদের আচরণে-উচ্চারণে, চিন্তায়-চেতনায় আরো বিশুদ্ধভাবে প্রয়োগ করতে হবে। আমরা ভিনদেশি ভাষা শিখবো; কারণ অন্য ভাষা আমাদের বাঙালিত্বকে বিস্তৃত করে। তবে আমাদের নিজস্ব স্বকীয়তা ও অস্থিত্বকে বিলীন করে নয়। শুক্রবার বেলা ২টায় নগরীর মধুবন সুপার মার্কেটস্থ “রাগিব আলী মিলনায়তনে” অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ফয়যুল হাসান খাদিমানি।
প্রচার সম্পাদক মিসবাহ মনজুরের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, প্রধান আলোচনা পেশ করেন সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ শামিম খান, বিশেষ আলোচনা পেশ করেন পরিষদের প্রশিক্ষণ সম্পাদক মাহবুব শিরাজী। স্বাগত বক্তব্য রাখেন সহকারি সম্পাদক আবদুল কাদির, মূল প্রবন্ধ পাঠ করেন সহকারি সম্পাদক শামসীর হারুনুর রশীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, দারুল আরকাম ইন্টারন্যাশনাল-এর শিক্ষক আবদুল মতিন, বাহার উদ্দিন বাহার, লেখক লুকমান হাকিম, ফয়সল আহমদ সাগর, দৈনিক নিরপেক্ষ সংবাদের বার্তা সম্পাদক আবুল হোসেন, সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার আবদুল কাদির জীবন, এনাম সিকদার, আহমেদ আরিফ, ফাহাদ মারুফ, দিদারুল আলম, ফরিদাবাদ জামেয়ার শিক্ষক জিয়াউল হক, কেএম সালমান, ইয়াহইয়া আশরাফ মাশহুদ, ফটো সাংবাদিক হোসাইন আহমদ চৌধুরী, আবদুর রহমান আজাদ, জাফর ফুরকানি হানিফ, সাজিদুর রহমান, আবদুর রহমান, আলবাব আহমদ, এনামুল হক, আনোয়ার হোসাইন প্রমুখ।