রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম, সুনাগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা সহ মোট ৪১ চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ সদস্য ৩১৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্যা ৮৬ জন প্রার্থীদের মাঝে দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা রিটানিং অফিসার উত্তম কুমার রায়, মো. আব্দুল বারেক, নিতীশ চন্দ্র বর্মণ প্রার্থীদের হাতে তাহাদের নিজ নিজ প্রতিক তুলে দেন।
উপজেলার জয়কলস ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. মাসুদ মিয়া (নৌকা), বিএনপির মনোনীত মো. সামছুন্নুর (ধানেরশীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. রাজা মিয়া (আনারস), জমিয়তে ইসলাম মাওলানা ওয়ারিছ উদ্দিন (খেজুরগাছ), পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. জগলুল হায়দার (নৌকা), বিএনপির মনোনীত মো. আজিজুর রহমান (ধানেরশীষ), আওয়ামীলীগ বিদ্রোহী মো. নুরুল হক (আনারস), পূর্বপাগলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ফয়জুল করিম (নৌকা), বিএনপির মনোনীত মো. আবুতাহের (ধানেরশীষ), বিএনপির বিদ্রোহী আক্তার হোসেন (চশমা), স্বতন্ত্র প্রবাসী মো. মাসুক মিয়া (আনারস), স্বতন্ত্র মো. আমিরুল হক বেগ (মোটর সাইকেল), স্বতন্ত্র আক্কাছ খাঁন অপু (ঘোড়া), বাংলাদেশ খেলাফত মজলিস ছমির উদ্দিন (রিক্সা), পাথারিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মো. আবুল ফয়েজ (নৌকা), বিদ্রোহী মো. শহিদুল ইসলাম (ঘোড়া), বিএনপি মনোনীত বর্তমান মো. আমিনুর রশিদ আমিন (ধানেরশীষ), বিদ্রোহী মো. সামছুদ্দিন (আনারস), স্বতন্ত্র আঙ্গুর মিয়া (চশমা), শিমুলবাক ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মো. মিজানুর রহমান জিতু (নৌকা), বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী মো. আব্দুল্লাহ মিয়া (চশমা), বিএনপি মো. সৈয়দুর রহমান (ধানেরশীষ), জমিয়তে উলামায়ে ইসলাম মো. কবির আহমদ (খেজুরগাছ), স্বতন্ত্র শাহীনুর রহমান (আনারস), দরগাপাশা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মো. মনির উদ্দিন (নৌকা), বিএনপি মনোনীত ও বর্তমান চেয়ারম্যান মো. সুফি মিয়া (ধানেরশীষ), জাতীয়পার্টি মো. হারুন মিয়া (লাঙ্গল), পূর্ববীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মো. রিয়াজুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত তোফায়েল আহমদ (ধানেরশীষ), স্বতন্ত্র নুর আলম (আনারস), স্বতন্ত্র তোফায়েল আহমদ (চশমা), স্বতন্ত্র মো. ছালেক উদ্দিন (মোটর সাইকেল), জমিয়তে উলামায়ে ইসলাম বদরুল আলম (খেজুরগাছ), পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মো. জসিম উদ্দিন (নৌকা), বিদ্রাহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (মোটর সাইকেল), বিদ্রোহী সৈয়দ হোসেন জায়গীরদার রানা (টেবিল ফ্যান), হযরত আলী (ঘোড়া), মো. জাহাঙ্গীর আলম (আনারস), বিএনপি মনোনীত মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকন (ধানেরশীষ), বিএনপির বিদ্রোহী এমদাদুল হক স্বপন (চশমা) প্রতীক পেয়েছেন। এছাড়া ৮টি ইউনিয়নে সাধারণ সদস্য ৩২০ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৮৭ জনের মাঝে বিভিন্ন ধরণের প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।