রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ধর্মের বিরুদ্ধে লেখা যেন ফ্যাশন হয়ে দাড়িয়েছে। আবার এটাকে মুক্তচিন্তা বলা হচ্ছে। বাংলা নববর্ষের প্রথম দিন গণভবনের এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, “আমার ধর্ম আমি পালন করি, কিন্তু আমার ধর্ম সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, বাজে কথা লেখে সেটা আমরা কেন বরদাশত করবো”। শেখ হাসিনা বলেন, ‘‘এখন একটা ফ্যাশন দাঁড়িয়ে গেছে যে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা হয়ে গেলো মুক্তচিন্তার অধিকারী। আমি তো এখানে মুক্তচিন্তা কিছু দেখিনা, যা দেখি সব নোংরামি। তিনি বলেন, “যাকে আমি নবী মানি তার সম্পর্কে নোংরা কথা কেউ যদি লেখে সেটা কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না।’’ প্রধানমন্ত্রী বলেন, নোংরা কথা, পর্ণ কথা এগুলো কেন লিখবে? এটা তো সম্পূর্ণ নোংরা মনের পরিচয়। একজন লিখবে আরেকজন তাকে খুন করে প্রতিশোধ নিবে এটা তো হতে পারে না। তিনি বলেন, বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের ওপর হুমকি দেয়া-এটা ধর্মে কোথায় বলা আছে? যারা এ ধরণের হুমকি দেয় তারাই তো ধর্মের মুল শত্রু।’’ একই সাথে প্রধানমন্ত্রী নববর্ষের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা মেনে তা পালন করার জন্য সবার প্রতি আহবান জানান।