শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : তুরস্কে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ২৮৩৯ সেনাকে আটক করা হয়েছে। অভ্যুত্থানের চেষ্টাকালে কমপক্ষে ১৬১ জন নিহত হয়েছেন বলে বেশকিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে নিহতের সংখ্যা ২৬৫ বলে কোনো কোনো গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। আটক সেনাদের মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন। আজ (শনিবার) এসব তথ্য জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তুরস্কের একটি বার্তাসংস্থা জানিয়েছে, দেশটির অন্তত ২৯ কর্নেল এবং পাঁচ জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকিনসি বিমানঘাঁটি থেকে দেশটির সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করা হয়েছে। অভ্যুত্থানচেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জেনারেল হুলুসিকে উদ্ধার করা হয়। তিনি এখন নিরাপদে আছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে সেনা অভ্যুত্থানের শুরুর দিকে হুলুসিকে জিম্মি করা হয়। শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা করে। এর কয়েক ঘণ্টা পর উপকূলীয় শহর মারমারিস থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন তুরস্কের প্রেসিডেন্ট।