শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে পাঁচ মহিলাকে পিটিয়ে এবং পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের দিকে এই পাঁচজনক তাদের বিছানা থেকে টেনে বাইরে এনে মারা হয় বলে জানায় ঝাড়খণ্ডের পুলিশ। তাদের ছেড়ে দেয়ার জন্য পরিবারের সদস্যরা অনেক কাকুতি-মিনতি করলেও হামলাকারীরা তাতে সাড়া দেয়নি।