শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। মহিলা অধিদপ্তরের কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে ও আরিফা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গুল আহমদ, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সাংবাদিক আব্দুল আহাদ, অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। আলোচনাসভা শেষে সুরুতুন নেছা, দিপক শ্রী তালুকদার, সখিনা আক্তার, দিলু রাণী দাস, হাফিজা আক্তার দিপুসহ ৫ জনকে “জয়িতা ক্রেস্ট” সম্মাননা প্রদান করা হয়।