বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিবিয়ানা ডিগ্রি কলেজ ও ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছুফি মিয়া (৮৫) শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নিজ বাড়ি গলিশাইলে হৃদরোগে আক্রান্ত হলে সিলেটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর সেখানে বিকেল ৪টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা আড়াইটায় গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া প্রমুখ।