শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ থেকে প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ উধাও হয়ে যাওয়ার ১৮ দিনের মাথায় রাজধানী ঢাকা থেকে প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর পরই বুধবার রাতে সেই প্রেমিক যুগলকে ছাতক থানায় নিয়ে আসা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের ওমান প্রবাসীর স্ত্রী রুবেনা বেগম গত ১২ জানুয়ারি শয়নকক্ষ্যে দেড় মাসের শিশু কন্যা রেখে উধাও হয়ে যান। এ ঘটনায় রুবেনার চাচা আবদুল মতলিব থানায় জিডি করলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। পরে রাজধানীর পল্লবী আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে রুপনগর থানা পুলিশের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে প্রেমিক জুয়েল মিয়াসহ রুবেনা বেগমকে গ্রেফতার করা হয় মঙ্গলবার ভোর রাতে।
উল্লেখ্য, প্রায় এক বছর পূর্বে ছাতকের হাতধনালী গ্রামের গোলাম সবুরের ছেলে সুমন মিয়ার সাথে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর কন্যা রুবেনা বেগমের বিয়ে হয়েছিলো। স্বামী প্রবাসে থাকায় পরকীয়া প্রেমের টানেই দেড় মাসের শিশু কন্যাকে ফেলে রেখে প্রেমিকে জুয়েলে হাত ধরে অজানার উদ্দেশ্যে ১২ জানুয়ারি প্রবাসী স্বামীর বাড়ি ছেলে পালিয়ে যায় রুবেনা।