রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দক্ষিণ সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বুধবার বিকাল ৪টায় স্থানীয় পাগলা বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল সভাপতি মোঃ সুহেল মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনছার উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন, উপজেলা যুবদলের সহ-সভাপতি রনজিত সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ছালিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, সিজিল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি বাবর হোসেন বাবু, দরগাপাশা ইউনিয়ন যুবদল সভাপতি সফিক উদ্দিন, যুবদল নেতা সিজিল আহমদ, শাহিদ, এমরান, মামুন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, জাবেদ, সয়ফুল হক সানি, রুকন মিয়া, আবু তাহের, ইমন, রুবেল, হরকুমার সূত্রধর প্রমুখ।