সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল ইউনিয়ন (দিরাই) সংবাদদাতা: শেষ পর্যন্ত সোনার ফসল বাঁচাতে পারবে কি কৃষক, এর দায় কে নেবে? এমন প্রশ্ন এখন সাধারণ কৃষকের মনে। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চাপতির হাওরের কাশিতলা বাঁধে রোববার সারারাত লড়াই করেছে সাধারন কৃষক। মসজিদে মাইকিং শুরু হযেছে রাত ১২টা থেকে। বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে-এমন খবর শুনে কৃষক সবাই কোদাল, উড়া নিয়ে ঝাঁপিয়ে পরে। দীর্ঘ ৩ ঘণ্টা লড়াই করে রক্ষা করল পানির হাত থেকে বাঁধটিকে। কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারবে কি না, এই আশঙ্কায় আছে সবাই। সাধারণ কৃষকের একটি প্রশ্ন-কে নেবে এর দায়ভার? যথাসময়ে মাটি না কাটায় যে ক্ষতি হচ্ছে, তাদের অবশ্যই বিচার হতে হবে। হাওরপাড়ের সাধঅরণ কৃষকের আহাজারি-আমরা বাঁচতে চাই, দুর্নীতিবাজদের শাস্তি চাই।