শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল ইউনিয়ন (দিরাই) সংবাদদাতা: শত কোটি টাকার সম্পদ পানির নিচে গেলে এর দায়ভার কার সরকার নাকি অন্য কারো? এমন প্রশ্ন এখন সর্বত্র আলোচিত হচ্ছে। সুনামগঞ্জের দিরাই-শাল্লার প্রায় অনেক হাওর চলে গেছে পানির নিচে, শুধুমাত্র চাপতির হাওরের একাংশ বাকি আছে। তাও আবার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাধারণ কৃষক কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত মাটি কেটে বাঁধ রাখার চেষ্টা করে যাচ্ছেন তাদেও সোনার ফসলকে ঘরে তোলার জন্য। তাদের অভিযোগ, সময় মত মাটি না ফেলায় এখন বাঁধের এই অবস্থা আবার কেউ কেউ বলেছেন, যে টাকা বরাদ্ধ ছিল মাটির কাটার জন্য তা পর্যাপ্ত পরিমাণ নয়। সয়মতো মাটি না কাটার জন্য অনেকে আবার ওয়ার্ড মেম্বারদেরকে দোষারোপ করছেন।