রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ফাবরিনা সুলতানা রেমি পিএসসিতে টেলেন্টফুলে বৃত্তি পেয়েছে। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া সুরিয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার রোল ম-৪০৬৫। রেমির পিতা রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুরিয়ারপার গ্রাম নিবাসী ফুল মিয়া, মাতা রিপনা বেগম। ভবিষ্যতে রেমি ডাক্তার হতে চায়। উল্লেখ্য, রেমি ২০১৬ ইং সনের পিএসসিতে A+ পেয়েছিল। বর্তমানে রেমি ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি ছাত্রী। রেমি সকলের দোয়া প্রার্থী।