বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) থেকে: সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার অন্তর্ভূক্ত ২০১৭ ইং সালের এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সমমানে বুধবার ইসলামী ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখার উদ্যোগে ঐতিহ্যবাহি মোগলাবাজার সিদ্দিকীয়া মার্কেটের ২য় তলায় এক সংবর্ধনা সভা অনুিষ্ঠত হয়। উক্ত সভায় এলাকার ভিবিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধীক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ইসলামী ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখা সভাপতি মোহাম্মদ এনামুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাঃ আতিকুর রহমান ও দফতর, পাঠাগার সম্পাদক মোহাম্মদ রাশিদুর রহমান-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সর্ব বৃহত আবাসন প্রকল্প “হলি আরবান প্রপার্টিজ প্রা. লি.”-এর ব্যবস্থাপনা পরিচালক ও ছাত্র মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সভাপতি, খেলাফত মজলিস বাংলাদেশ সিলেট জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ দিলওয়ার হোসাইন উপরোক্ত কথাগুলা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বাংলাদেশ সিলেট পূর্ব জেলা সভাপতি মোহাম্মদ বিলাল আহমদ চৌধুরী, শ্রমীক মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক ছড়াকার আব্দুল মতিন, ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ খসরুল আলম, খেলাফত মজলিস সিলেট-৩ জোনের সহকারি ইনচার্জ মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সহ-সভাপতি ফয়জুর রহমান নুমানী, উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুলাইমান, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মোগলাবাজার থানা বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ রাশেদুর রহমান, মোগলাবাজার ইউ/পি খেলাফত মজলিস সেক্রেটারি হাফিজ আব্দুল খালিক সহ খেলাফত মজলিসের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ!