রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
মাহমুদুল হক স্বপন, জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: ২০ জুন মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার স্থানীয় জগদল বাজারে হাইব্রিড সিটির পক্ষ থেকে ও জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইফতেয়াক হোসেন মঞ্জুর সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে চাল ও তৈল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও এডিশনাল পি পি এডভোকেট সামসুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ শাহ মোঃ আলী রব, আমেরিকা মিসিগান আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এম মোতাল্লীব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান সোবা, সালাউদ্দিন সেলিম, আওয়ামীলীগ নেতা গনি মিয়া, বাবর আলী, আব্দুস সালাম, সামির মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বন্যা দুর্গত এলাকায় আমাদের মধ্যে যাদের বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবাই যদি এগিয়ে আসি তাহলে ক্ষতিগ্রস্থদের অভাব কিছুটা হলেও কমবে।