রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে বজ্রপাতে আলী আহমদ (৪০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাওয়ের হানিফ উলৱার ছেলে। বুধবার সকালে কৃষিকাজে যাওয়ার সময় বজ্রপাতে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, পান্ডাগাওয়ের কৃষি শ্রমিক আলী আহমদ সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের পার্শ্ববর্তী জমিতে হালচাষ করার জন্য গরু নিয়ে বের হন। এ সময় প্রবল বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে পথেই তার মৃত্যু হয়। বজ্রপাতে হালের একটি গরু ও মারা যায় এবং আহত হয় আরো তিনটি গরু। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আহমদকে মৃত ঘোষণা করেন। পান্ডারগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।