শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
আদিল রহমান (মৌলভীবাজার): ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ শাখার উদ্যোগে পৌরজনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ১ আগস্ট মঙ্গলবার সকালে মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে ঘাতকদের গুলিতে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা হয়েছে।
জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, কেন্দ্রীয় যুবলীগ কার্যকরী কমিটির সদস্য পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জহুরা আলাউদ্দিনসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া হয়েছে।