শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগি সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন ভার্থখলা জোন শাখার কাউন্সিল মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট রেল গেইটস্থ বাবনা পয়েন্টের একটি অভিজাত রেষ্টুরেন্টে শাখা আহবায়ক হাফিজ জামিল আহমদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুহাইল আহমদ-এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলা প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান ও মোগলাবাজার ইউ/পি সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ আল মুনাইম। অধিবেশনে উপস্থিত সবার প্রত্যক্ষ ভোটে হাফিজ জামিল আহমদকে সভাপতি ও সুহাইল আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে আগামী ১ বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের অনুমোদিত স্বাক্ষর সম্ভলিত প্যানেল ঘোষনা করেন উপজেলা প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান। নব নির্বাচিত পুর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নে দেওয়া হলো সভাপতি হাফিজ জামিল আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মুকিত, মুহাম্মদ আজিজুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহাইল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নোমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ মুকরামিন হোসাইন, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মামুন, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আল আমীন, সাহিত্য সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ, পাঠাগার সম্পাদক মুহাম্মদ সালমান আহমদ, সহ-পাঠাগার সম্পাদক মুহাম্মদ তাসনিম আহমদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মুহাম্মদ মনির আহমদ, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ ফয়সল আহমদ, তাহজিব ও তামাদ্দুন সম্পাদক মুহাম্মদ জাকারিয়া, প্রশিক্ষণ সন্পাদক মুহাম্মদ জায়েদ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ এখলাস আহমদ, সদস্যবৃন্দ মুহাম্মদ মাছুম আহমদ, মুহাম্মদ সুলায়মান, মুহাম্মদ মাশহুদ আহমদ, মুহাম্মদ আশিকুর রহমান, মুহাম্মদ জুহেদ আহমদ, জাকির আহমদ, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মাছুম। শেষে সেক্রেটারি সুহাইল আহমদ-এর দোয়ার মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটে।