মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: খেলা অনেক ভালোবাসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রায়ই মাঠে দেখা যায় তাকে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। আজ মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ২০ রানের ঐতিহাসিক জয় পায়। বাংলাদেশের জয়ে এ সময় প্রধানমন্ত্রীকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। স্টেডিয়ামে জয়ের মুহূর্তে জাতীয় পতাকা নেড়ে উল্লাস প্রকাশ করেন তিনি। এর আগে দুপুরের দিকে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।