রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে সাচনা বাজার বেহেলী রোড থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সাচনাবাজার ইউনিয়নের ভোট্টু শাহানীর পুত্র কৃষ্ণ শাহানী (৪৫), পলক গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫), জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মিরিজ আলীর ছেলে নবী হোসেন (৪০)। জানা যায়, উপজেলার সাচনাবাজার এলাকায় গভীর রাতে গ্রেফতারকৃত তিনজন মটর সাইকেলে যাওয়ার পথে বেহেলী রোডে পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি করে গাঁজাসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং-৩) রুজু করা হয়েছে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশেম বলেন, মদ জুয়ার ব্যপারে কোন ধরণের আপোস নেই, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।