শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দেশব্যাপী আগামী ৪ নভেম্বর সমবায় দিবস পালিত হবে। তার ধারাবাহিকতায় দক্ষিণ সুনামগঞ্জে সমবায় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহ, উপজেলা মাধ্যমিক অফিসার অশোক রঞ্জন পুরকাস্থ, সমবায় অফিসের পরিদর্শক এ কে এম জালাল উদ্দীন, অফিস সহকারী নুর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও স্বদেশ বহুমুখী সবায় সমিতি লিঃ-এর সাধারণ স¤পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, মৎস্যজীবী ও ইউপি সদস্য আশ্রাফ আলী, মৎস্যজীবী মতিউর রহমান, আজম আলী, মুজিবুর রহমান, সমবায়ী ফুল মিয়া, শায়েখ আহমদ, নূর আলম, আতাউর রহমান প্রমুখ।