শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন প্রতিনিধিঃ বহু আলোচিত দিরাই জারলিয়া জলমহালে ট্রিপল মার্ডার সহ ১১ মামলার পলাতক আসামি কাওছার গাজীকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের পার্শ্ববর্তী ডুমা খালি বিল সংলগ্ন একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মোস্তফা গাজীর ছেলে। জানা যায় সুনামগঞ্জ র্্যব-৯ এর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সাল আহমদ ও এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ট্রিপল মার্ডারসহ ১১টি মামলার পলাতক আসামি কাওছার কে গ্রেফতার করা হয়। কাওছারকে সুনামগঞ্জ সিআইডি অফিসে হস্তান্তর করা হবে বলে জানা জায়।