সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ পৌরসভার নাগরিকদের মাঝে অত্যন্ত সুশৃংখলভাবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষরা পৌরসভার কার্যালয়ে উপস্থিত হয়ে কম্পিউটারের মাধ্যমে যাচাই-বাছাই করে স্মাটকার্ড গ্রহণ করছেন প্রত্যেকেই। সোমবার সকালে সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলের নিকট হতে স্মার্টকার্ড গ্রহণ করেন পৌর নাগরিকগণ। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, মোঃ ফয়জুনুর ও নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দরা। এই স্মার্টকার্ড তৈরীতে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের ১৫টি দলের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছেন বলে জানান প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল। স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।