শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুর বাছির সরদার: সাগরে গভীর নি¤œচাপ থাকার কারণে শনিবার ভোর রাত থেকে সুনামগঞ্জের দিরাইয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটেছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতাও বেড়ে যাওয়ায় হঠাৎ করে ব্যস্ততম রাস্তা ফাঁকা হয়ে যায়। ফলে সকল শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে নি¤œ আয়ের লোকজন বেশি সমস্যায় পড়েন। যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা ছিল করুন। অনেকেই কাজে যোগদান করেও বৃষ্টির কারণে কাজ করতে পারেনি। ফলে তাদের ঐ দিনের রুজি প্রায় বন্ধ বলেও জানা গেছে। তাছাড়া হঠাৎ এই বৃষ্টির কারণে শিশুদের নানা রোগও দেখা দিতে পারে বলেও জানা যায়।
তবে বেশ কয়েকজন কৃষক জানান, এই বৃষ্টির ফলে হাওরের ধানের চারা ও সবজির ভালো উপকার হবে। দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে সবজিতে নানা সমস্যা দেখা দিয়েছিল। আর এ বৃষ্টির কারণে অনেক রোগ-বালাই থেকেও রক্ষা পাবে রবি মৌসুমের ফসল।