রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : কর্মজীবী নারী-কর্মক্ষেত্রে নারী পুরুষের সমতার বর্তমান যুগে ছুটে চলাই তার দৈনন্দিন জীবন।প্রতিযোগীতার এ সময়ে নিজেকে প্রমাণ করতে দক্ষতা ও যোগ্যতার পাশাপামি জরুরী তার পোশাকে রুচি ও ব্যক্তিত্বর সুস্পষ্ট ছাপ। তবে সেক্ষেত্রে বাঁধা হয়ে দাড়ায় না ধর্ম কিং ধর্মীয় অনুশাসন। পর্দা প্রথার প্রতি শ্রদ্ধা রেখে হিজাব ব্যবহার করেই কর্মক্ষেত্রে হয়ে ওঠা যায় যথাযথ ব্যক্তিত্ব সম্পন্ন, অভিজাত এবং সাবলীল উপস্থাপনযোগ্য। তবে কর্মজীবী নারীর পোশাকে যেমন থাকে বৈচিত্র, আরাম, সহজ, রুচিশীল-হিজাবেও আসে পরিবর্তন।