মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই থানাপয়েন্ট হতে বাসস্ট্যান্ড ও বাসস্ট্যান্ড হইতে মদনপুর রাস্তা মেরমাতের দাবিতে মানববন্ধন করেছে সচেতন দিরাইবাসী। বাদ জুম্মা শহরের থানাপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জগদল কলেজের প্রভাষক বদিউজ্জামানের সভাপতিত্বে ও হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তাড়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিনী কান্ত দাস, সমাজসেবী নুরুল হক, মাতারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, রুকনুজ্জামান জহুরী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিরাই থেকে বিভাগীয় শহর সিলেট এবং জেলা সদর সুনামগঞ্জের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে দিরাই-মদনপুর সড়ক। কিন্তু বর্তমানে সড়কটির এমন বেহাল দশা যে, সড়কটি যান চলাচলের অনুপযোগী। এ বিষয়ে তারা অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও দিরাই-শাল্লার সাংসদ ড. জয়াসেন গুপ্তার সুদৃষ্টি কামনা করেন।