রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সাম্প্রতিককালে কিছু প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিবলী আহমেদ বেগের বিরুদ্ধে ভিজিএফ ও ভিজিডি কার্ডের অনিয়ম, কাবিটা ও টিআর নিয়ে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, এ সকল তথ্য মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তার প্রতিবাদ জানিয়েছেন তিনি। ২৮ জানুয়ারি স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে এবং আমার জনপ্রিয়তা ধ্বংস করতে চাচ্ছে। তিনি দাবি করেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে জগদল ইউনিয়ন পরিষদে কোন ধরণের দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে না, যা ইউনিয়নবাসি স্বাক্ষী হিসেবে রয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের সেবা ও তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে কোন ধরণের অনিয়ম হচ্ছে না বলেও দাবি করেন তিনি। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছি উল্লেখ করে প্রতিবাদলিপিতে আরো বলেন, আমার কাছ থেকে একটি সুবিধাবাদি চক্র তাদের অবৈধ দাবি আদায় করতে না পেরে আমার নামে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে অপ্রচার চালাচ্ছে। নিরপেক্ষভাবে কাজ করার পরও যারা তার মানহানী করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন প্রতিবাদলিপিতে।’