মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও নতুনপাড়া গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ, পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের উত্তর পাশে উজানীগাঁও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজানীগাঁও গ্রামের ছায়েদ আলীর ছেলে কামরুল ইসলাম ও সুনামগঞ্জ সদর উপজেলার শাখাইতি গ্রামের মৌলভী মছদ্দর আলীর ছেলের খলিলুর রহমানদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে শুক্রবার সকাল ১১টায় ছায়েদ আলীর ছেলে কামরুল ইসলামের জায়গা দখল করতে প্রতিপক্ষ মৌলভী মছদ্দর আলীর ছেলের খলিলুর রহমানদের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বড়মোহা গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে কুহিনুর মিয়া (২৮) পুলিশের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়। তাকে প্রথমে ছাতক উপজেলার কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ আহত কুহিনুরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ রাজু আহমদ (২৪), সুব্রত দেব (২৫) ও শামছুল ইসলাম (২১)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ উজানীগাঁও গ্রামের মনির মিয়ার ছেলে লায়েক মিয়া (২৮), মৃত কলিম মিয়ার ছেলে আব্দুল হাসিম মড়ল (৫০), আব্দুছ ছমাদের ছেলে লুৎফুর রহমান (৩৩), মৃত নুর ইসলাম মন্যার ছেলে আমিরুল হক (২৫) ও তার ভাই জয়নুল হককে (২৫) পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতার স্বীকর করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।