রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের উথারিয়া হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দরা। এ সময় দেখার হাওরের উথারিয়া বাঁধ সহ ১১টি উপ-প্রকল্পের কাজ পরিদর্শন করেন তারা।
শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওয়ের উথারিয়া, হলদিখাড়া, দিগদাইড়, ধরের কিত্তা, ছাইয়া কিত্তা ও বিকাল ২টায় উপজেলার মহাসিং নদীর পূর্বপাড়ে অবস্থিত বাঁধ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও,সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, কেন্দ্রীয় নেতা সালেহীন চৌধুরী শুভ, কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওর বাঁচাও,সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম- আহবায়ক রাধিকা রঞ্জন তালুকদার, সদস্য আব্দুর রহমান, জিউর রহমান, ইয়াকুব আলী, আবু সাইদ, মাহমুদ মিয়া প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ সুনামগঞ্জের ফসল ভাণ্ডারখ্যাত দেখার হাওরের ১১টি পিআইসির কাজ পরিদর্শন কালে অধিকাংশ পিআইসি কাজ শুরু না করায় এবং সল্প সংখ্যাক পিআইসি ২/৩ দিন হয় কাজ শুরু করায় অসন্তোষ প্রকাশ করেন।