বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গত বছর হাওরের ফসল ডুবির পর বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে সর্বত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বোরো ফসল রক্ষায় হাওরের বাঁধ-বেড়িবাঁধ নির্মাণে অন্যন্য বছরের তুলনায় এবার বেশী বরাদ্ধ প্রদান করা হয়েছে। এই সরকার ফসল হারা কৃষকের সকল বর্তৃকি প্রদান করছে। হাওরের বোরো ফসল রক্ষায় বাধ নির্মানের কাজে কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাওরের যাদের জমি আছে, সেই সকল কৃষকদের নিয়েই এবার বাঁধ নির্মাণ কাজ চলছে। মনে রাখবেন কৃষকদের বোরো ফসল রক্ষায় হাওরের বাঁধ নির্মাণ কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। সরকারের পাশাপাশি নিজেদের ফসল নিজেরাই রক্ষা করতে হবে। যারা পিআইসি কমিটিতে রয়েছেন তাদেরকে দায়ীত্বশীলতার সাথে প্রকল্প নির্মাণের কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে সারা দেশসহ হাওরের যে পরিমান উন্নয়ন কাজ করা হচ্ছে অতীতে কোন সরকার এমনটি করেনি।
শনিবার দুপুরে সুনামগঞ্জে হাওরের বাঁধ নির্মান ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন বাঁধ নির্মান প্রকল্পের অগ্রগতি সক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদস সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খান, পাউবোর অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন সিকদার, জামলাগঞ্জ উপজেলা নিবাহী অফিসার শামীম আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুল হাসান । কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন সাচনাবাজার ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী এম.নবী হোসেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা এড: বজলুল মজিদ চৌধুরী খসরু প্রমুখ।
এর পূর্বে মন্ত্রী জামালগঞ্জ উপজেলার পাকনা হাওর, হালির হাওর আপার বৌলাই নদী খননের কাজ হেলীকপ্টারে ঘুরে দেখে বীম খালী ইউনিয়নের ভান্ডা-মাখর খলা এলাকার হাওরে অবতরণ করে হাওর পরিদর্শন ও কৃষকদের সুখ-দু:খের কথা শুনেন। উপস্থিত ছিলেন, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাশেম, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জামলগঞ্জ সভাপতি ইউসুফ আল আজাদ, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো: দুলাল মিয়া সহ জেলা ও জামালগঞ্জ উপজেলার প্রেসক্লাবের নেত্রীবৃন্দ, পিআইসির সভাপতি-সেক্রটারীবৃন্দ।