শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: ব্রিটিশ চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী সকাল ১০টায় বিশ্বনাথের রামসুন্দর স্কুল মার্কেটে ডাঃ মোঃ মাহবুব আলী জহিরের চেম্বারে প্রতিষ্ঠানের সিইও এলার্জী বিশেষজ্ঞ ডাঃ মোঃ শানুর আলী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (অব:) মোঃ মঈন উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের সহযোগিতায় অসহায় জনসাধারনের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ওয়ান পাউন্ড হসপিটালের মাধ্যমে উপকৃত হচ্ছেন অসহায় গরীবসহ অনেকেই। এ সেবার ধারা অব্যাহত রাখতে হবে এবং সেবার পরিধি আরও সম্প্রসারন করতে হবে। তিনি আরও বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অসহায়দের ফ্রি চিকিৎসাসেবা একটি প্রশংসনীয় উদ্যোগ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুর রহমান (মুসা), বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, লিডিং ইউনির্ভার্সিটির সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শিবলী খান, ওয়ান পাউন্ড হসপিটালের ডাইরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ডাঃ মোঃ মাহবুব আলী জহির, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ ফারুক মিয়া, ডাঃ মোঃ মাহমুদুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নজমুল ইসলাম মকবুল।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, এ ধরনের সেবামুলক কার্যক্রমে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ শানুর আলী মামুন বলেন, চ্যারিটির ডাইরেক্টর অব ফাইনান্স রুমাল আব্দুল্লাহ খান, প্রজেক্ট ডাইরেক্টর সৈয়দ মনসুর আহমদ, ফাইনান্স কনসালটেন্ট এবং লন্ডন কো অর্ডিনেটর ডেপুটি স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া, লন্ডন চীফ কোঅর্ডিনেটর জিএমজি কার্গোর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মনির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ ফারুক মিয়াসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের ঐকান্তিক সহযোগিতায়ই অসহায় গরিবরা ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে আজ ফ্রি চিকিৎসাসেবা পাচ্ছেন।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শরিফ উদ্দিন। এতে বিশ্বনাথের প্রায় দুই শতাধিক গরিব অসহায় রোগীর ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধপত্র প্রদান করা হয়।