বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খিদমাতুল ইনসান ফাউন্ডেশন এর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জামালগঞ্জ উপজেলা পরিষদ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খিদমাতুন ইসলাম ফাউন্ডেশনের জামালগঞ্জ এর সভাপতি মো. আলতাফুর রহমান ও সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী উজ্জ্বল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামীয়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মাওলানা এখলাছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা আব্দুল হক, মাওলানা রায়হান, মাওলানা মাশরুফ আহমেদ। অন্যাদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা এহসানুল হক, মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, সিলেট জন্তাপুর উপজেলায় বেদাআতীদের অতর্কিত হামলায় দুই জন শহীদ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। অচিরেই হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।