মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতকে চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। উপজেলার কালারুকা ইউপির ছিক্কা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পারভিন বেগম বাদি হয়ে ১১ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ৪ মার্চ বাদশা মিয়ার স্ত্রী পারভিন বেগম জানান, গত ২৮ মার্চ একই গ্রামের সূরুজ মিয়া ও ফিরোজ মিয়ার নেতৃত্বে ১৫/১৬ জন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার স্বামীর বাড়ি ঘেরাও করে তাকে মারপিট করে লুঠপাট করে মালামাল নিয়ে উল্লাস করে পালিয়ে যায়। এতে বাদশা মিয়া (৪৬), শরিফ উদ্দিন (২০) পারভিন বেগম (৪০) সহ ৫ জন আহত হন। এদের মধ্যে বাদশা মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বসত ঘরে হামলা, ভাংচুর ও শোকেসে থাকা নগদ একলাখ ২০ হাজার টাকাসহ পারভিন বেগমকে অস্ত্রর মূখে জিম্মি করে তার গলার চেইন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় সূরুজ আলীসহ ১১ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে।
এ ব্যাপারে মামলাটি রেকর্ড করার সত্যত স্বীকার করেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।