বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
আশরাফ আহমেদ, এম.সি কলেজ (সিলেট) সংবাদদাতা: ৭ মার্চের ভাষণ কেবল বঙ্গবন্ধুর মুখনিঃশীত কয়েকটি বাক্যই নয়, এর দ্বারা বঙ্গবন্ধু বাংলাদেশের ভবিষ্যত দিকনির্দেশনা ও দিয়েছিলেন, তাই দেশ গড়ার স্বার্থে শিক্ষার্থীদের ৭ মার্চের চেতনাকে ধারন করে নবউদ্ধমে উজ্জিবিত হওয়া প্রয়োজন বলে মনে করেন, এমসি অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। বুধবার (৭ মার্চ) দুপুর ১২টায় ৭ই মার্চ উপলক্ষে এমসি কলেজ অডোটিরয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্ভিদ বিঙ্গান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চলনায় এতে অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন, এমসি উপাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিয়ুর রহমান, বাংলা বিভাগের প্রধান, আল-ইদ্রিস প্রমুখ।
এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং বি.এন. সিসির সহযোগীয় এতে এমসি ছাত্রলীগ, ত্রিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ (মুকপ) এবং মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়াও অগ্নিঝড়া মার্চকে কেন্দ্র করে এমসির প্রধান প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর ছবি সম্বলীত বিশাল এক ব্যানার গেইটের দুপাশে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া পুরো আটারো মিনিটের ভাষনটি মাইক্রফোনের দ্বারা দিনবর বাজানো হচ্ছে।