শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
সাজু আহমেদ, ক্রিড়া প্রতিবেদকঃ নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে অসাধারণ এক জয় পেল বাংলাদেশ। মুশফিকুর রহমানের দৃঢ়তায় ৫ উইকেটের এই জয় তুলে নিয়েছে টাইগাররা। জয়ের জন্য ২১৫ রানের টার্গেট ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই শ্রীলংকাকে হারিয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ। এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগায় শ্রীলংকার দুই ওপেনার দানুস্কা গুনাথিলাকা ও কুশল মেন্ডিজ। বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়ে মাত্র ২৭ বল মোকাবেলায় উদ্বোধণী জুটিতে ৫৬ রান পেয়ে যায় শ্রীলংকা। ২৬ রানে থাকা গুনাথিলাকার উইকেট উপড়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।