মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দেখার হাওর অংশের ডাইক-৩ এর অনুন্নয়ন প্রকল্পের আওতায় ২৯নং পিআইসির কাজে অনিয়ম করায় ঐ পিআইসির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. আরশ আলী আটক, ৬ ঘন্টা থানায় অবরুদ্ধ করে রাখার পর মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদের নির্দেশে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আমিরুল ইসলাম পিআইসির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরশ আলীকে আটক করে নিয়ে আসেন। পরে বিকাল সাড়ে ৬টায় আগামী ১৫ তারিখের মধ্যে সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেবে মর্মে (৬ ঘন্টা রাখার পর) ঐ পিআইসির সভাপতির কাছ থেকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, তাকে অনেকবার ভাল ভাবে কাজ করার জন্য বলা হয়েছেন। অনেক সময় ঐ পিআইসির সভাপতিকে কাজে গিয়ে পাওয়া যায়নি। ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাকে আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।