শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
হাওর অঞ্চলের জন্য বর্তমান সরকার উন্নয়নে কাজ করে যাচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান

হাওর অঞ্চলের জন্য বর্তমান সরকার উন্নয়নে কাজ করে যাচ্ছে: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান

সুনামগঞ্জে হাওর সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত হাওর অঞ্চলে টেকসই উন্নয়ন বহুমূখি চ্যালেঞ্জের সম্মুখীন। হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারার সাথে স¤পৃক্ত করার কর্মকৌশল প্রণয়নের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আয়োজনে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবির কনফারেন্স হলে দিনব্যাপী হাওর সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছেন।
হাওর সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের হাওর অঞ্চলে ব্যাপক পরিবর্তন করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আজ আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসাবে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে অনুস্বরণ করে। তিনি বলেন, হাওর অঞ্চলে আরো উন্নয়ন প্রয়োজন, সে জন্য হাওর অঞ্চলে টেকসই উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিশেষ করে সুনামগঞ্জের মানুষ হাওর অঞ্চলে বাস করেন। এখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যাবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, গত বছরের আগাম বন্যায় সুনামগঞ্জের মানুষ একটি ধানও ঘরে তুলতে পারেনি। কিন্তু সুনামগঞ্জের মানুষ এ বছর না খেয়ে মরেনি। আওয়ামী লীগ সরকার সবার খাওয়ার ব্যবস্থা করেছে। বিভিন্নভাবে কৃষকেরকে পূনর্বাসন করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা ইজারা নেয় তারা উপকার ভোগী না। হাওর পাড়ের জেলেদের ব্যবহার করে একশ্রেণির মানুষ বিভিন্নভাবে এটা ইজারা নিয়ে জলমহাল শুকিয়ে মাছ ধরে যা আইনত অপরাধ। হাওর অঞ্চলে প্রধান সমস্যা হচ্ছে জলমহাল ইজারা প্রথা। এটাকে উন্মুক্ত করে দিতে হবে। আমরা এখন কৃষকের ফলানো ধান তুলতে হাওরে, হাওর রক্ষা বাঁধ নির্মাণ করছি ও কিছু কিছু নদী খনন কাজ করে যাচ্ছি। কিন্তু এটাকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসতে হবে। তাই বর্তমান সরকার সে কাজটিই করে যাচ্ছে।
প্রথম অধিবেশন রবিবার সকাল ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইবিডিভি ট্রেনিং সেন্টারে পিকেএসএফ’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি, সুনামগঞ্জ-মৌলবীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মো. জসীম উদ্দিন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (জলাভূমি) ড. মো. রুহুল আমিন প্রমূখ।
পরে বিকাল ২টা ৪৫ মিনিটে ২য় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডঃ কাজী খলীকুজ্জামান আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের নির্বাহি পরিচালক ডঃ এম মোখলেছুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত বিভাগের অধ্যাপক একে এম মাজহারুল ইসলাম, ক্যা¤েপইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডস-এর সাধারণ স¤পাদক জিয়াউল হক মুক্তা, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ-এর নির্বাহি পরিচালক ইকবাল আহাম্মদ, অ্যাডভোকেসি টেকনোলজি ও পার্টনারশিপ র্ব্যাক এর পরিচালক কে এ এম মোরশেদ খান, বাংলাদেশের হেড অব আরবান প্রোগ্রাম, কনসার্ন ও্যাইড এর জাকির আহাম্মদ প্রমূখ।
সভায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে হাওরে বসবাসরত জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন. চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com