বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতকে কালারুকা ইউপির নয়ালম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি আরশ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক স্মৃতি রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মাওলানা সাইদুর রহমান, প্রধান শিক্ষক বকুল কৃষ্ণ দাস, শিক্ষিকা জুঁই ঘোষ, তাজিমা বেগম লুতফা, সুমা দাস, প্যারা শিক্ষক তাসলিমা বেগম প্রমূখ।
উপস্থিত ছিলেন অভিবাবক সদস্য মাওলানা আব্দুস শহিদ, বুরহান উদ্দিন, আব্দুল মুহাইমিন, সদরুল আমিন, জসিম উদ্দিন, তৈয়ব আলী, আবু তাহের, ছাব্বির আহমদসহ এলাকার লোকজন। পরে বিজয় র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।