সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া: ৯ এপ্রিল সোমবার দুপুর ১২টার সময় নওয়াগাঁও বাজার টু লাল বাজার রাস্তার মাঝে বড় চাঁন্দবাড়ি ব্রিজে মাটি ভরাট ট্রলী ব্রিজে উঠতেগিয়ে রাস্তা ও ব্রিজের দুপার্শে মিল না থাকায় হটাৎ নীচে চলে যায় ট্রলী। জীবনের ঝুকি নিয়ে এরাস্তা দিয়ে চলেন ছাত্র-ছাত্রীসহ অত্র এলাকার জনগণ। অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোই তাদের চলার মাধ্যম। অটোতো এমনিতেই ঝুকি তাও আবার এই ব্রিজে উঠা নামা করে জীবনের ঝুকি নিয়ে। সময়ের তাগিতে বাধ্য হয়েই জনগণ তা চরে থাকেন। প্রায়ই ঘটে অঘটন, দেখার যেন কেউ নেই! রাস্তায় কাজ হওয়ার কথা বহু আগ থেকেই শোনে আসছি কিন্তু কবেযে তা পুরণ হবে আল্লাহই ভালো জানেন। কথাগুলো বলছিলেন অটো ড্রাইভার মোঃ জুয়েল আহমদ।
এ বিষয়ে জানার জন্য ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল মিয়াকে ফোন দিলে ফোন না দরায় কিছুই জানা যায়নি। ওয়ার্ড মেম্বার সাইদুলের মোবাইলটিও নিউজ লেখার সময় বন্ধ পাই। চাঁন্দবাড়ির মৌলবি আনোয়ার হুসেন বলেন ভোটের সময় কত বসন্তের কুকিলই দেখি কিন্তু দূরদিনে পাশে কাউকে পাওয়াটা কুব কঠিন। এখন কেন বসন্তের কুকিলেরা এগুলো দেখেন না? উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর দাবি উক্ত সমস্যা সমাধানের।