সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ ছাত্রলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার নবগঠিত ছাত্রলীগের আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক আরিফ আলম লিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসূফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, গোলাম রব্বানী আফিন্দী রাজু, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জিতেন্দ্র লাল তালুকদার পিন্টু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এড. নাসিরুল হক আফিন্দী, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আবু তাহের তালুকদার, সদস্য সচিব নুরুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল আল আজাদ, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মুকবুল আফিন্দী, যুবলীগ সদস্য মো. মানিক মিয়া, কাশেম আখঞ্জী, আল আমিন, সদর ইউপি যুবলীগ সভাপতি মো. শিরিন তালকদার, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাহানা আল আজাদ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারন সম্পাদক কবি আলী হোসেন রাজা প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম সোহাগ, সিরাজ মিয়া, পাপ্পু আশ্চার্য্য, নুরুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রান্ত তালুকদার, শুভ্র দে, আরিফ খলিল, সাখাওয়াত হোসেন, স্বাধীন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক হিরা, মো. রকি ইসলাম, তামিম রহমান চৌধুরী, হাবিবুর রহমান খান, প্রচার সম্পাদক নোমান আহমেদ, মেনন আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামালগঞ্জ উপজেলা শাখার পূনাঙ্গ কমিটি গঠন করায় সকলকে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা। রাজনৈতির প্রধান লক্ষ হচ্ছে জনগণের অধিকার আদায়ের ও জনগণকে মূল্যয়ন করা। আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যত। শুভ হোক আগামী দিনের পথ চলা।