শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে সাব রেজিস্ট্রার খাইরুল বাশার ভূঁইয়া পাবেলের সাথে তার উপস্থিতিতে দলিল লিখক সমিতির বিরোধ নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সাব রেজিস্ট্রি অফিসে বিরোধ নিষ্পত্তিকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ নুর হোসেন, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাব রেজিস্ট্রি অফিসের (অবঃ) অফিস সহকারী রঞ্জু কুমার দাস, দলিল লিখক সমিতির সভাপতি রিপন তালুকদার, সাধারণ স¤পাদক মোঃ নূর আলম, প্রচার স¤পাদক মোঃ আবু সঈদর, দলিল লিখক মোঃ রমজান আলী, হাজী কটু মিয়া, পরেশ রঞ্জন দাশ, মোঃ আলী আমজদ, মোঃ জয়নাল আবেদীন, দিলোয়ার হোসেন, আবুল লেইছ, মাসুক মিয়া, মোঃ আনর আলী (আনোয়ার), নেছার উদ্দীন, মোঃ ছালাতুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, লাভলু মিয়া, নিহার রঞ্জন দাস, লিংকণ, ফরিদ আহমেদ, মনির উদ্দীন, ছাদিকুর রহমান, সালিক মিয়া, আদিলখান, দেবরাজ, নির্মল কুমার দাস প্রমূখ।
উল্লেখ্য, দলিল লিখক সমিতি সাব-রেজিস্ট্রার খাইরুল বাশার ভুইয়া পাবেলের সাথে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দুই সপ্তাহ যাবত কলম বিরত ছিল, সে বিষয় আলোচনার সাপেক্ষে নিষ্পত্তি হয়েছে।