বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ইয়াবা, চোলাই মদ ও গাঁজা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এসআই ইমতিয়াজ সরকারে নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সর্দারপুর গ্রাম এলাকা হতে মাদক বিক্রয়কালে ২০ (বিশ) পিছ ইয়াবাসহ মো. রাজু আহমদ (২২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে কুতুবপুর গ্রাম হতে সঙ্গীয় অফিসার এএসআই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৮ লিটার চোলাই মদসহ রাহুল রবি দাস (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের রাম ভারত রবি দাসের ছেলে।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. আলাউদ্দিনে নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই জাকির হোসেন, এএসআই জিয়ার রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আক্তাপাড়া মিনাবাজার এলাকা হতে ৬শত গ্রাম গাঁজাসহ আবুল হোসেন ওরপে আঃ হোসেন (৩৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন আক্তাপাড়া এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজু করা হয়েছে।