শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
জন বেড়ে যাচ্ছিল দেখে, নিজের খাওয়াদাওয়ায় পরিবর্তন আনেন। বেশির ভাগ সময়ে শাকসবজি খেতেন। অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় সব রকম লক্ষণই ধরা পড়েছিল ৩০ বছর বয়সী কায়লার। খবর এবেলার।
শরীর ফুলে যাওয়া, পেটে ব্যথা ও নিঃশ্বাসের কষ্ট- এমন নানা অসুবিধায় ভুগছিলেন ওয়াশিংটনের কায়লা। সবাই তাকে বলত, তার যমজ সন্তান হবে। তখন হাসতে হাসতে তিনি উত্তর দিতেন, সন্তানদের নাম রাখবেন ‘টাকো বেল’।
অবশেষে গত মে মাসে, রহস্য উদ্ঘাটন হয়। চিকিৎসক তাকে পরীক্ষা করে জানান যে, কায়লার ডিম্বাশয়ে বাচ্চা নয়, বৃদ্ধি পাচ্ছে একটি সিস্ট। এবং তার অন্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর চাপ সৃষ্টি করছিল। যা কায়লার শরীরের জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠত। পরে মে মাসের শেষের দিকে অপারেশন করে কায়লার পেট থেকে বের করা হয় সাড়ে ২২ কিলোগ্রামের থেকেও বেশি ওজনের সেই সিস্ট।
ভারতীয় সংবাদমাধ্যেমের খবর অনুযায়ী, কায়লার অপারেশন করা মন্টগোমেরির জ্যাকসন হসপিটালের চিকিৎসক জানান যে, তার ক্যারিয়ারে এত বড় আকারের সিস্ট তিনি আগে দেখেননি।
উল্লেখ্য, ডিম্বাশয় থেকে সিস্ট বের করে দেয়ার পর কায়লার ওজন কমে যায় প্রায় ৩৪ কিলোগ্রাম।