মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
কওমী মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সাবেক সভাপতি,জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি, সিলেটের বরেন্য আলেম, খলিফায়ে শায়খে কৌড়িয়া শায়খুল হাদীস মাওলানা হোসাইন আহমদ বারকুটি আর নেই। তিনি গত রাত পৌনে ১২টার দিকে নিজবাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্তমুরিদান রেখে যান। আজ রোববার বাদ আসর গোলাপগন্জের বারকুট মাদরাসা ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়।
তিনি সিলেট দরগাহ মাদরাসা, জগন্নাথপুরের সৈয়দপুর দারুল হাদীস মাদরাসা, নিজ এলাকা গোলাপগঞ্জের বাবকুট মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাদীসের দরস দান করেন।