রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : বৃদ্ধ, অসুস্থ এবং হুইল চেয়ার ব্যবহারকারীদের তাওয়াফের জন্য নির্মিত মাতাফ ব্রিজের উপর তাওয়াফ করা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে হারাম শরীফ কর্তৃপক্ষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ক্রেন দুর্ঘটনায় হতাহতের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার জেদ্দা ভিত্তিক ইংরেজি পত্রিকা সৌদি গ্যাজেট জানায়, হাজীদের নিরাপত্তার স্বার্থে কাবা শরীফের পাশ দিয়ে নির্মিত দুইতলা (মাটি থেকে ১২ এবং ৩৪ মিটার উঁচুতে) বিশিষ্ট ব্রিজের উপর তাওয়াফ করা বন্ধ কয়ে দেওয়া হয়েছে। মক্কার চলমান সম্প্রসারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলেও জানানো হয়। তবে ব্রিজটিতে প্রতি ঘণ্টায় প্রায় ৩৫ হাজার হাজী তাওয়াফ করতে পারতেন।