মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার সকালে প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সকাল সাড়ে ১০টায় ওই বৈঠক শুরু হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মন্ত্রিসভা বৈঠকও হবে, তবে সেখানে নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়া হবে না এবং কোনো আইনও পাস হবে না।
দুপুর ২টায় মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিং করবেন।