মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
টঙ্গীতে মুখোমুখি অবস্থান নিয়েছে তাবলীগ-জামাতের দুই পক্ষ। শনিবার (০১ ডিসেম্বর) সকাল থেকে ভেতরে অবস্থান নিয়েছে মওলানা জোবায়েরের অনুসারীরা, আর বাইরে অবস্থান নিয়েছেন মওলানা সাদের অনুসারীরা।
সকাল থেকেই চলছে এই সংঘর্ষ। এরমধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দুই গ্রুপের সদস্যেরা একে অপরের ওপর আক্রমনাত্নক হয়ে আছে এবং তুমুল ভাঙচুর এবং মারামারি চলছে।
সাদের অনুসারীরা বলছেন ময়দানে পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচি পালনে তারা জমায়েত হওয়ার চেষ্টা করলে এমন পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বিশ্ব ইজতেমা ময়দানের সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন ঐ পথে যাতায়াতকারী যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এরই মধ্যে সেখানে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।