মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
ছাত্রলীগের যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জার্মানী শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ব্যক্তিগত ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এ সকল কমিটি দায়িত্ব পালন করবে। যুক্তরাষ্ট্র শাখার পাঁচ সদস্যের কমিটির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন, সহ-সভাপতি সাজ্জাদ রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ও সদস্য হেলাল মিয়া। জার্মানী শাখার কমিটি রয়েছেন, সভাপতি দেওয়ান আরেফিন টিপু, সাধারণ সম্পাদক আশফাক হোসেন নিশাদ বাপ্পী, সহ-সভাপতি আশিকুর রহমান সাদ্দাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবিদ আলম।রাশিয়া শাখার দায়িত্বে রয়েছেন, সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজিব ও সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল।