শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জুল মিয়া (৩৫) নামে এক ইলেকট্্িরক মিস্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, নিহত সাজ্জুল মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের মৃত ফয়েজ উল্লাহর (লাল মিয়া) ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদু্যৃৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। গ্রামবাসি তাৎক্ষণিকভাবে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েছ আলম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।