বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : প্যাটেন্ট মামলায় অ্যাপলের কাছে হেরে গিয়েছে স্যামসাং। ‘স্লাইড টু আনলক’ ফিচারের প্যাটেন্ট নিয়ে এই মামলা দায়ের করেছিল অ্যাপল। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত অ্যাপলের পক্ষে এই রায় দিয়েছে। অ্যাপল দাবী করেছে, এই ফিচারটি তাদের স্মার্টফোনেই প্রথম ব্যবহার করা হয়েছিল। তবে স্যামসাং প্যাটেন্ট লঙ্ঘন করে এই ফিচারটি তাদের স্মার্টফোনে এই ফিচার ব্যবহার করায় অ্যাপল পণ্যের বিক্রি কমে গিয়েছিল। আর বিক্রি কমে যাওয়ায় তাদের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়।
আদালতের রায়ে বলা হয়, এই ফিচার দিয়ে যেসকল স্মার্টফোন স্যামসাং ইতোমধ্যেই বিক্রি করেছে, সেগুলো আর ফেরত আনার দরকার নেই। সামনের দিকে আর কোন স্মার্টফোনে এই ফিচারটি না রাখলেই চলবে।
ক্যালিফোর্নিয়ার এই আদালত অ্যাপলের পক্ষে রায় দিলেও এর আগে একবার স্যামসাংয়ের পক্ষেই রায় দিয়েছিল। তবে বাজার বিশ্লেষকদের মতে, এই রায় স্যামসাং স্মার্টফোনের বিক্রিতে তেমন কোন প্রভাব ফেলবে না। কারণ অ্যাপলের এই স্লাইড টু আনলক ফিচারের ক্ষেত্রে ডিসপ্লের একটি নির্দিষ্ট স্থানে স্লাইড করার মাধ্যমে আনলক করতে হয়। তবে বর্তমানে স্যামসাংয়ের স্মার্টফোনে ডিসপ্লের যেকোনো স্থানে স্লাইডের মাধ্যমেই আনলক করা যায়।